জাহাঙ্গীরনগরে ভর্তিতে প্রতি আসনের বিপরীতে লড়ছে ১৪৫ জন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০১:৩২ পিএম
জাহাঙ্গীরনগরে ভর্তিতে প্রতি আসনের বিপরীতে লড়ছে ১৪৫ জন

ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চলতি শিক্ষাবর্ষের (২০২৪-২৫) স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আড়াই লাখের বেশি ভর্তিচ্ছু অংশ নিয়েছেন এই পরীক্ষায়। এবার প্রতি আসনের বিপরীতে ১৪৫টি আবেদন জমা পড়েছে। পরীক্ষা চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার (৯ ফেব্রুয়ারি) প্রথম দিনে পাঁচ শিফটে চলছে ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) পরীক্ষা। এই ইউনিটে আসন প্রতি লড়ছেন ২৮০ জন শিক্ষার্থী। সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। বিকেল ৩টা ১৫ মিনিটে ৫ম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে।

শিক্ষার্থী এবং অভিভাবকদের বাড়তি চাপে ইতিমধ্যে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটসহ অপ্রত্যাশিত দুর্ভোগ এড়াতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে আসার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী জানান, এবার আবেদন জমা পড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৫০টি। ভর্তি হওয়ার সুযোগ পাবেন ১ হাজার ৮১৪ জন।

এমটিআই

Link copied!