নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ আত্মপ্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৬:০১ পিএম
নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ আত্মপ্রকাশ

ঢাকা: ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন এই ছাত্র সংগঠনের নেতৃত্ব রয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

‘স্টুডেন্ট ফাস্ট, বাংলাদেশ ফাস্ট’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করবে। দলীয় লেজুড়বৃত্তি না করা, অভ্যন্তরীণ গণতন্ত্রের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা এবং দলীয় নেতাদের চাঁদায় দল পরিচালনা করার কথা বলছে সংগঠনটি।

এ ছাড়া কেন্দ্রে ২৮ বছর বয়স পর্যন্ত এবং ইউনিটগুলোতে স্নাতকে ভর্তি হওয়া থেকে ৭ বছর পর্যন্ত সংগঠনটির দায়িত্ব পালনের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে একটি নতুন ধারার রাজনীতির সূচনা করতে এই নতুন ছাত্রসংগঠন গঠন করছেন বলে সংগঠনটির নেতারা জানিয়েছেন।

প্রাথমিকভাবে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্যসচিব পদে জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক পদে তাহমীদ আল মোদ্দাসসীর চৌধুরী এবং মুখপাত্র পদে আশরেফা খাতুন রয়েছেন।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে আহ্বায়ক পদে আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ, সদস্যসচিব পদে মহির আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আল-আমিন, মুখ্য সংগঠক পদে হাসিব আল ইসলাম এবং মুখপাত্র পদে রাফিয়া রেহনুমা হৃদি রয়েছেন।

আইএ

Link copied!