ছবি : প্রতিনিধি
ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে ফিরে এসেছে পুরোনো চেনা ব্যস্ততা ও প্রাণচাঞ্চল্য। দীর্ঘ ছুটির পর গত রোববার (৬ এপ্রিল) কলেজের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলেও প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা ধীরে ধীরে ক্যাম্পাসমুখী হতে শুরু করেছে।
সপ্তাহের মাঝামাঝি এসে ক্লাসরুম, শহীদ মামুন চত্বর, মুক্তমঞ্চ, পতাকামঞ্চ, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ ও কলেজ লাইব্রেরি ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে গোটা ক্যাম্পাস।
সরকারি তিতুমীর কলেজে সরেজমিনে গিয়ে দেখা যায়, কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ ও ব্যবসায় শিক্ষা অনুষদের ভবনগুলোতে আবারও শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন। ক্লাস শেষে কেউ কলেজের বাঁশেরকেল্লা ক্যান্টিনে চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডায় মেতে উঠেছেন, কেউবা বহুদিন পর চিরচেনা ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে জড়ো হয়ে গল্পে মগ্ন।
অনেকেই তাদের ঈদের আনন্দ ও ছুটির অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করছেন। শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত উপস্থিতি পুরো ক্যাম্পাসজুড়ে নতুন করে এক উচ্ছ্বাসের আমেজ এনে দিয়েছে।
তেমনি মুক্তমঞ্চে বসে আড্ডা দিচ্ছিলেন ইংরেজি বিভাগের কিছু শিক্ষার্থী। তাদের মধ্য থেকে ইংরেজি বিভাগের তানিম আদনান সিদ্দিক নামের এক শিক্ষার্থী বলেন, ঈদের ছুটি শেষ করে ক্যাম্পাসে ফিরে এলাম,মুক্তমঞ্চে বন্ধুদের সাথে আড্ডা জমেছে অনেকদিন পর। মুক্তমঞ্চে বসে বন্ধুরা একে অপরকে ঈদের আনন্দ শেয়ার করছি,এ যেন এক অন্যরকম অনুভূতি! এতদিন পর একসাথে সময় কাটানো, ঈদের আনন্দের কথা শোনা,আর স্মৃতিচারণা সব কিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি।
বাংলা বিভাগের আইয়ুবুল হাসান রাজু নামের আরেক শিক্ষার্থী বলেন, অনেক দিন বন্ধুদের সাথে দেখা হয় না, আড্ডা হয় না,তাই তো প্রথম দিনে আমরা সবাই আড্ডায় জমেছি। ক্যাম্পাসের সেই চিরচেনা ব্যস্ততা ও সজীবতা ফিরে পেয়েছে আমাদের ক্যাম্পাস। সিনিয়র, জুনিয়র, সবার সাথে দেখা। বন্ধুদের সাথে খেলা সব কিছু আবার আগের মতো ফিরে পেয়েছি।
এর আগে (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় পবিত্র মাহে রমজান,দোলযাত্রা,এবং বিভিন্ন দিবস উপলক্ষে (২ মার্চ থেকে ৫ এপ্রিল) মোট ৩৫ দিন ছুটি পেয়েছিলেন কলেজের শিক্ষার্থীরা।
এসআই
আপনার মতামত লিখুন :