ঢাকা : ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা ও মিরপুরে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষার ছাত্ররা।
হাজার খানেক শিক্ষার্থী বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সাত রাস্তায় এলাকায় সড়ক অবরোধ করলে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়।
সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ (টিএসএস) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এর ব্যানারে তারা এ আন্দোলন করছেন।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হাশেম রেজা বলছেন, এর আগে তারা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছেন। কিন্তু তাদের কথা ‘কেউ শুনছে না’ দেখে তারা বৃহত্তর এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
সিলেট, রংপুর, বগুড়া, পটুয়াখালীসহ বিভিন্ন জায়গায় একই আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে বলে তিনি জানান।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাজারখানেক শিক্ষার্থী সাত রাস্তায় এলাকায় রাস্তায় নেমে যান চলাচল আটকে দেয়। তারা তাদের ৬ দফা দাবি কথা বলেছে। এই দাবিতে এর আগেও আন্দোলন কর্মসূচি পালন করেছে তারা।
এদিকে শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের ফলে আশপাশের এলাকায় তুমুল যানজটের সৃষ্টি হয়েছে।
ট্রাফিক গুলশান বিভাগ তাদের ফেসবুক পেইজে লিখেছে, তেজগাঁও সাতরাস্তা পয়েন্টে পলিটেকনিক এর শিক্ষার্থীগণ তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সড়কে অবস্থান করে ইনকামিং, আউট গোয়িং–এ যানচলাচল বন্ধ করে দিয়েছেন। যার ফলে উত্তরা- বনানী -মহাখালী রুটে ইনাকামিং এর যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে মহাখালী থেকে বনানী -উত্তরা রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
উত্তরা- বনানী - মহাখালী -তেঁজগাও রুটে যারা যাবেন, তাদেরকে আমতলী বামে টার্ন করে গুলশান ১ - পুলিশ প্লাজা, শান্তা টাওয়ার ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ করেছে পুলিশ। এছাড়া যারা গুলশান ১ থেকে আমতলীর দিকে যাবেন, তাদেরকেও একই ডাইভারশন ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
একই দাবিতে মিরপুরেও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
মিরপুর ট্রাফিক বিভাগের উপ- কমিশনার মোহাম্মদ রাহাত গাওহারী বলেন, পলিটেকনিকের শিক্ষার্থীরা আনুমানিক ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা অবরোধ করেন। যার ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
মোহাম্মদপুরের গ্রাফিক্স আর্ট কলেজের শিক্ষার্থীরা একই দাবিতে বেলা পৌনে ১২টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আল্লাহ করিম মসজিদের সামনে সড়ক অবরোধ করেন।
মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হোসেন বলেন, অবরোধের ফলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় যান চলাচল বন্ধ হয়ে রয়েছে।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রমজান আলী বলেন, আমাদের মূল দাবি জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের অবৈধ প্রোমোশনের হাই কোর্টেরর রায় বাতিলসহ ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন ও ওই মামলার সাথে সম্পৃক্ত সকলকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করতে হবে।
২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাকটর নিয়োগের জন্য রাতের আঁধারে নিয়োগবিধি অনতিবিলম্বে বাতিল করতে হবে, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে নিয়োগ বাতিল করতে হবে এবং মামলার প্রধান কারিগর ক্রাফট ইন্সট্রাকটরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হল–
>> ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদী অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশ্বের আদলে প্রণয়ন করা।
>> উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) পদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাস করা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না এবং এই পদ সংরক্ষিত করতে হবে। প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্রদের ন্যূনতম ১০ম গ্রেডের বেসিক অর্থাৎ ১৬০০০ টাকা দেওয়া।
>> কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, উপ-পরিচালক, অধ্যক্ষ ও দায়িত্বে থাকা সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে দায়িত্ব/নিয়োগ দেওয়া।
>> কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত সকল নিয়োগ বিধিমালা সংশোধন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল সকল শূন্য পদে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও দক্ষ ল্যাব সহকারীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা।
>> ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার গেজেট পাস করতে হবে এবং বর্তমানে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ সিট নিশ্চিত করা।
এমটিআই
আপনার মতামত লিখুন :