শুভ্র পোশাকে উষ্ণতা ছড়ালেন রুনা খান

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ১১:২৮ এএম
শুভ্র পোশাকে উষ্ণতা ছড়ালেন রুনা খান

ঢাকা: দিন যতই যাচ্ছে বয়স যেন ততই কমছে দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খানের। ইন্টারনেট দুনিয়ায় কখনও শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন আবার কখনও বা সাহসী পোশাকে আবেদনময়ী লুকে নেটিজেনদের মাঝে উত্তাপ ছড়ান রুনা। এবার শুভ্র পোশাকে সবার নজর কাড়লেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন রুনা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কভারের সাদা কন্যা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন সাদা লাভ ইমোজি।

ওই ছবিগুলোর একটিতে দেখা যায়, রুনার পরনে রয়েছে সাদা অফ শোল্ডার বডিকোন গাউন। অন্যটিতে স্লিভলেস গাউন এবং আরেকটি ছবিতে সাদা লং কোটির সঙ্গে ম্যাচিং শর্ট প্যান্ট এবং ছোট ইনার টপস পরেছেন অভিনেত্রী। ভারি মেকআপ আর সবগুলো পোশাকেই বেশ আবেদনময়ী লুকেই ক্যামেরায় পোজ দিয়েছেন রুনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট মাত্রই শোরগোল পড়ে যায় নেটিজেনদের। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো। রীতিমতো ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টসবক্সে। নিজের ফ্যাশনসেন্স দিয়ে বরাবরই ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। বয়সকে একটি সংখ্যায় প্রমাণ করে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে মেলে ধরেন তিনি। 

প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করে নিজের অভিনয় শৈলী দেখিয়ে কুড়িয়েছেন প্রশংসাও। শুধু অভিনয়েই নয়, বয়স বাড়ার সঙ্গে নিজের রূপ-লাবণ্যও ধরে রেখেছেন অভিনেত্রী। 

ইউআর

Link copied!