ঢাকা: বিতর্কিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবেই গ্রুপ কাণ্ডে জনগণের তোপের মুখে পড়েছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব থাকতে দেখা যায়নি।
তবে সম্প্রতি সময়ে আবারও সরব হতে দেখা গেছে। এদিকে অবকাশযাপনে যাবার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে হোটেলে ঘুম থেকে উঠে নো মেকআপ লুকে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন।
শেয়ার করা ছবিতে দেখা যায়, বিছানার পাশে দাঁড়িয়ে কালো স্কার্ট পরে মিরর সেলফি নিয়েছে। যেখানে বাইরের পাহারসহ পুরো শহর ভাবনার সেলফিতে ধরা দিয়েছে। জানালার ধারে খোলা চুলে মিষ্টি হাসিতে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন ভাবনা। তার এসব নো মেকআপ লুক ও খোলামেলা ছবি নিয়ে কমেন্ট বক্সে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন।
ইলিয়াস আহমেন নামে এক নেটিজেন লিখেছে, কোনো অশ্লীল বেহায়া মেয়েকে বিসিএস ক্যাডার বিয়ে করবে এমন রুচির দুর্ভিক্ষ পরায়ণ বিসিএস ক্যাডার আমার মনে হয় বাংলাদেশে নাই, অন্য দেশে থাকতে পারে। আরেজনের ভাষ্য, ‘কাউয়ার অভাবে দিন দিন শুকিয়ে যাচ্ছে।’
উল্লেখ্য, ভাবনা অভিনয় জীবন শুরু করেন ‘নট আউট’ নাটকের মাধ্যমে। এটা ছিল তার প্রথম টিভি নাটক। ২০১৭ সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে। তবে বর্তমানে কাজের ব্যস্ততা কম থাকলেও সামাজিক মাধ্যমেও সরব রয়েছেন।
ইউআর
আপনার মতামত লিখুন :