অভিষেক মজার মানুষ, ঐশ্বরিয়া গম্ভীর!

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০১:৩৪ পিএম
অভিষেক মজার মানুষ, ঐশ্বরিয়া গম্ভীর!

ঢাকা : বলিউডে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এক হলেন এ দম্পত্তি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ফ্রেমে ফের দেখা গিয়েছে অভিষেক ও ঐশ্বরিয়াকে। ছবি দেখে নেটিজেনদের উপলব্ধি সব ঠিকই রয়েছে তাদের মধ্যে।

তবে তারা নাকি স্বভাবে পরস্পরের একেবারে বিপরীত। ২০০৩ সালে ‘কুছ না কহো’ ছবিতে ঐশ্বরিয়া-অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন তনাজ ইরানি। সেই তনাজই জানান, কোন কোন বিষয়ে দু’জনের মধ্যে বিস্তর ফারাক ছিল?

অভিষেক নাকি খুবই প্রাণবন্ত। শুটিং সেটে হাসিঠাট্টায় মেতে থাকেন। খুনসুটিতেও তিনি নাকি পারদর্শী। অন্য দিকে ঐশ্বরিয়া খুবই মার্জিত স্বভাবের। নিজের কাজের প্রতি গভীর নিষ্ঠা তার।

ঐশ্বরিয়ার সঙ্গে দু’টি ছবিতে কাজ করার অভিজ্ঞতা জানান তনাজ ইরানি। সাবেক বিশ্বসুন্দরী নাকি স্বভাবে বেশ গম্ভীর ও স্বল্পভাষী। তনাজের কথায়, ‘দু’টি ছবিতে আমি ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করেছি। খুবই গম্ভীর ধরনের মানুষ। অভিষেকের পুরো বিপরীত।

ঐশ্বরিয়া খুব সুন্দরী, ওর সঙ্গে সময় কাটানোর পরে নিজেকে আয়নায় দেখলে আমি সতর্ক হয়ে যেতাম। খুবই সুন্দর, ওর সৌন্দর্যে হারিয়ে যাওয়া যায়।

এমটিআই

Link copied!