ঢাকা : একের পর এক হুমকির মুখে মুম্বাই ছেড়ে দুবাইয়ে আশ্রয় নিয়েছেন বলিউড তারকা সালমান খান। এ সময় সালমানের সঙ্গে ছিলেন বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি।
সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান। তার পরেই দেশ ছাড়েন অভিনেতা।
এর আগে সালমানের শুটিং সেটে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে লরেন্সের নাম করে হুমকি দেন। সে সময় বলিউড তারকা সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনায় পুলিশ ঐ ব্যাক্তিকে গ্রেপ্তার করে।
এ সপ্তাহে ‘বিগবস্’-এর সঞ্চালনায় থাকছেন না সালমন খান। তার বদলে দেখা যাবে ফারহা খানকে। ডিসেম্বরেই হওয়ার কথা ছিল সালমানের ‘দ্য-ব্যাং রিলোডেড টুর’। ‘দ্য-ব্যাং রিলোডেড টুর’-এ সোনাক্ষী সিন্হা, জ্যাকলিন ফার্নান্ডেজ ও থাকছেন কিন্তু ভাইজানের থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এর সঙ্গে জড়িয়ে আছে ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসে হাম সাথ সাথ হ্যায়-এর সেটে যোধপুরে কৃষ্ণসার হরিণে শিকারের ঘটনা। যদিও অভিনেতা প্রথম থেকে তা অস্বীকার করে এসেছেন। কিন্তু সেই মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। আর এই কৃষ্ণসার হরিণকেই পবিত্র মনে করে বিষ্ণোই সম্প্রদায়।
এমটিআই
আপনার মতামত লিখুন :