ঢাকা: আল্লু অর্জুনের আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’ দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক নারী দর্শক। সে ঘটনার জেরে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। খবর বার্তা সংস্থা আইএএনএস-এর।
জানা যায়, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন ওই নারীর সন্তান।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ছেলে শ্রীতেজ।
অভিযোগ রয়েছে, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি।
হায়দরাবাদ পুলিশ আগেই জানিয়েছিল, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮ (১) ধারায় মামলা করা হয়েছে। মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় মামলা করে পুলিশ। তদন্ত শুরু হয়। গোটা ঘটনার নেপথ্যে দায়ী যারা, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন হায়দরাবাদ পুলিশের ডিসি।
পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরেই বিবৃতি দিয়ে পুলিশ দাবি করে, অর্জুন কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন, পুলিশকে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য দেয়নি তার টিম। প্রেক্ষাগৃহের তরফেও পুলিশকে কিছু জানানো হয়নি।
এদিকে আইনি ঝামেলা এড়াতে নিহত নারীর পরিবারকে ২৫ লাখ রুপি সহায়তা প্রদানের ঘোষণা দিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন আল্লু অর্জুন।
আইএ
আপনার মতামত লিখুন :