ঢাকা : এই সময় দাঁড়িয়ে অমিতাভ বচ্চন নিয়ে কিছু বলাটা কঠিন। ছেলেমেয়ে, নাতি-নাতনিদের নিয়ে ভরা সংসার তার। সিনেমায় অভিনয়ও করেন গুরুজনের চরিত্রে। কিন্তু একটা সময় তারও ছিল। তিনি ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ছিলেন ইন্ডাস্ট্রির।
অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করেছিলেন ঠিকই, তবে সুন্দরী নায়িকাদের বাহুডোরে নিয়ে ঘুরতেন অমিতাভ। ‘ক্যাসিনোভা’ তকমাও পেয়েছিলেন তিনি। কিন্তু সেসব কেচ্ছা বচ্চন পরিবার চিরটাকাল লুকিয়েই এসেছে।
অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে রয়েছে অমিতাভের রয়েছে তেমনই একটি ঘটনা। অমৃতা অভিনেতা সাইফ আলী খানের প্রথম স্ত্রী ও সারা আলী খানের মা।
একটি সিনেমায় অমিতাভের সঙ্গে অভিনয় করেছিলেন অমৃতা। নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে ভালো বন্ধু হয়ে উঠেছিলেন তারা। মেলামেশাও চলছিল ভালোই। সিনেমা শেষ হওয়ার পর একটি পার্টিতে কয়েকজন বন্ধুর সাথে গিয়েছিলেন অমৃতা। অমিতাভ বচ্চন ও তার বন্ধু ড্যানিও সেখানে ছিলেন।
অভিযোগ, অমৃতার দৃষ্টি পড়ে ড্যানির ওপর। তিনি ড্যানির কাছে এসে নাচতে শুরু করেন। নাচতে-নাচতে বেশ ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন অমৃতা। এ সময় ঈর্ষা লুকাতে পারেননি অমিতাভ। অমৃতাকে নিজের কাছে নিয়ে আসতে চেয়েছিলেন তিনি। শেষমেশ তাকে নিজের বাহুডোরে নিয়ে ঠোঁটে জোর করে চুমু খেয়েছিলেন অমিতাভ।
এই ঘটনা পরদিন জানাজানি হয়ে যায়। ফিসফাস শুরু হয় সর্বত্র। মেকআপ রুমে উপস্থিত রূপসজ্জা শিল্পী, কেশসজ্জা শিল্পারা তো বটেই তারকাদের গাড়ির ড্রাইভারও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে। কিন্তু রসালো গসিপ ধামাচাপা দিয়েছিল বচ্চন পরিবার। তবে অমৃতার কাছে নাকি অমিতাভ ক্ষমাও চেয়ে নিয়েছিলেন পরে।
এমটিআই
আপনার মতামত লিখুন :