‘আমি তাদের সঙ্গে কাজ করতে চাই কিন্তু তারা ডাকে না’

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ১১:৩২ এএম
‘আমি তাদের সঙ্গে কাজ করতে চাই কিন্তু তারা ডাকে না’

ঢাকা: অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। কাঞ্চন ৩০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। 

এদিকে ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত হয় ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলন বলেন, আমি এর আগেও এদের জুড়ি বোর্ডের সদস্য ছিলাম আমি জানি কীভাবে কাজ করতে হয়। তারা যদি ডাকে আমি তাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চাই কিন্তু তারা ডাকে না।

তার কথায়, ‘তারকাদের ঘাটতি সব সময় থাকে। আমি যেটা দেখেছি এর আগে এফডিসির সঙ্গে যারা উৎসব কমিটিতে থাকে তার কিন্তু সেভাবে কাউকে ডাকে না।’ 

‘উৎসব কমিটিতে সিনেমার মানুষদের মধ্যে যারা আছে তাদের পাশাপাশি সবাইকে সুন্দরভাবে যদি ডেকে নিয়ে আসা হয় তাহলে আমাদের ফেস্টিভাল আরও বেশি সুন্দর হবে।’

শেষে ইলিয়াস বলেন, ‘সারা পৃথিবীতে শিল্পীরাই উৎসবের মূল বিষয় হয়ে থাকে আর এখানে শিল্পী বিবর্জিত উৎসব হয়। এটা কোনো ভাবে কাম্য নয়।’

ইউআর

Link copied!