নতুন ছবি পোস্ট, কীসের ইঙ্গিত দিলেন শাবনূর

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৪:২৬ পিএম
নতুন ছবি পোস্ট, কীসের ইঙ্গিত দিলেন শাবনূর

ঢাকা : সিনেমা ছেড়েছেন অনেক বছর আগে। এরপর বিভিন্ন সময়ে ফেরার খবরে শিরোনাম হন শাবনূর। বিরতি কাটিয়ে গত বছর তিনটি চলচ্চিত্রে অভিনয়ের খবর দিয়ে নতুন করে আলোচনায় আসেন ঢালিউডের তুমুল জনপ্রিয় এই নায়িকা।

 দেশে এসে সশরীরে সিনেমার মহরত অনুষ্ঠানেও উপস্থিত হন তিনি। এরপর ফের চলে যান অস্ট্রেলিয়ায়। দীর্ঘদিন পর নতুন রূপে হাজির হয়ে একবাক্যে বিশেষ বার্তা দিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে শাবনূর লিখেছেন, ‘নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া।’ তার এমন লেখা দেখে বোঝাই যাচ্ছে, জীবনে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী। মন্তব্যে শাবনূরের ছবির প্রশংসা করেছেন তার ভক্ত অনুরাগীরা।

শাবনূরের তিন সিনেমার মধ্যে রয়েছে চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’, আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ এবং এখনো ভালবাসি’ নামের আরও একটি সিনেমা। তবে ঘোষণার বছর পেরিয়ে গেলেও এখনও কোনো সিনেমার শুটিং শুরু হয়নি। অস্ট্রেলিয়া ফিরে যান নায়িকা। সেসময় জানা যায়, পুরোপুরি ফিট হয়েই শুটিংয়ে নামবেন তিনি।

এমটিআই

Link copied!