ঢাকা: কেউ ছাড়তে চাইছেন না তাকে। কিন্তু এবার যে যেতে হবে। গুঞ্জন উঠেছে— ২৫ বছর ধরে চলা প্রশ্নোত্তরের অনুষ্ঠান থেকে সত্যিই নাকি অবসর নিতে চলেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সামাজিকমাধ্যমে বেশ কিছু দিন ধরেই ‘বিগ বি’ বেসুরো বাজছেন। তিনি নাকি কাজ থেকে অব্যাহতি চাইছেন। এ রকম আভাস তার সামাজিকমাধ্যমের লেখায় পাওয়া যায়। তাই অনুরাগীদের মনখারাপ। সামাজিকমাধ্যমে মন্তব্যের পর মন্তব্য।
বলিউড ‘শাহেনশাহ’ এক পা পিছিয়েছেন। সঙ্গে এ-ও জানিয়েছেন, জরা গ্রাস করছে ক্রমশ। আগের মতো আর সংলাপ মনে রাখতে পারছেন না। শরীরও সঙ্গ দিচ্ছে না তাকে। ৮২ বছরে এসে অবশেষে ‘বাগবান’ বৃদ্ধ হলেন? ‘রাগী যুবক’-এর তকমা সরিয়ে ‘বর্ষীয়ান’ শব্দ বসবে তার নামের আগে?
অমিতাভ এখন পর্যন্ত সরাসরি মুখে কিছু না জানালেও বলিউডে নাকি এমনই গুঞ্জন। অনুষ্ঠানের ১৫তম পর্বেই আবেগঘন বিদায় জানিয়েছিলেন ‘বিগ বি’। টেলিভিশন চ্যানেলের কর্তাকে অনুরোধ জানিয়েছিলেন, তার বিকল্প খুঁজে নেওয়ার জন্য। চ্যানেল উপযুক্ত কাউকে না পাওয়ায় ১৬তম সিজনেও দেখা যাচ্ছে অমিতাভকে। কিন্তু এটাই নাকি তার শেষ পর্ব। এ-ও শোনা যাচ্ছে, তার ছেড়ে যাওয়া ‘হট সিট’-এ নাকি শাহরুখ খান বা ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখতে আগ্রহী টিম ‘কৌন বনেগা ক্রোড়পতি’।
ইউআর
আপনার মতামত লিখুন :