লুকিয়ে কিয়ারার আপত্তিকর দৃশ্যে অভিনয় দেখতেন সিদ্ধার্থ

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১১:৪৮ এএম
লুকিয়ে কিয়ারার আপত্তিকর দৃশ্যে অভিনয় দেখতেন সিদ্ধার্থ

ঢাকা: বলিউডে এক দশকের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। সেই সময় থেকে একে অপরের প্রেমে পড়েন। প্রেম অবশেষে বিয়েতে রূপ নেয়। বিয়ের বছর দুয়েকের মাথায় সুখবর দিলেন এ জুটি। তারা মা-বাবা হতে চলেছেন।

যদিও তাদের প্রেম-ভালোবাসা আর ভালো লাগার অনুভূতি আরও আগে থেকেই ছিল। এমনই একদিনের ঘটনা, যখন কিয়ারা আদভানি আপত্তিকর দৃশ্যে চরম সুখপ্রাপ্তির অভিনয় করছেন, সেই সময় সেটে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। কিয়ারার অভিনয় সামনে থেকেই উপভোগ করেন তিনি। 

একটা আপত্তিকর দৃশ্য। আর তাকে ঘিরে হাজারো বিতর্ক। তবে বিতর্কে আর যা-ই হোক না কেন, আখেরে লাভ হয়েছে কিয়ারার। ‘লাস্ট স্টোরিজ’-এ আপত্তিকর দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন অভিনেত্রী। সেই দৃশ্যে শুটিং করতে তার মোটেই অস্বস্তি হয়নি। চিত্রনাট্য অনুযায়ী শুটিং হয়েছে, এ কথা আগেই জানিয়েছিলেন কিয়ারা আদভানি। 

তবে অভিনেত্রী যেদিন সেই দৃশ্য শুট করছিলেন, ঠিক পুরোটাই সামনে থেকে দেখেন সিদ্ধার্থ। আসলে করণ জোহরের মারফত আগে থেকেই বিষয়টি জানতেন অভিনেতা। যে কারণে সেদিন শুটিং দেখতে স্পটে হাজির হন অভিনেতা। 

ইউআর

Link copied!