আলী যাকেরের শারীরিক অবস্থার অবনতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২০, ১২:৩৯ পিএম
আলী যাকেরের শারীরিক অবস্থার অবনতি

ঢাকা : রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে চলতি সপ্তাহে থেকে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

আলী যাকেরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছেন তাঁর পুত্র ইরেশ যাকের ও হাসপাতালটির সহকারী পরিচালক আবরার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত আলী যাকের নানাবিধ সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন তিনি। এ ছাড়া হার্ট ও কিডনির সমস্যায় ভুগছেন এই অভিনেতা।

আলী যাকের তাঁর অভিনয়-ক্যারিয়ার শুরু করেন ১৯৭২ সালে। আরণ্যক নাট্যদলের হয়ে মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটিতে প্রথম অভিনয় করেন, যার প্রথম প্রদর্শনী হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। এরপর জনপ্রিয় ধারাবাহিক ‘বহুব্রীহি’ ও ‘আজ রবিবার’-এ অভিনয় করে আলোচনায় আসেন। শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পেয়েছেন এই গুণীজন। বর্তমানে আলী যাকের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির কর্ণধার। ব্যক্তিজীবনে আলী যাকের ১৯৭৫ সালে অভিনেত্রী সারা যাকেরকে বিয়ে করেন।

সোনালীনিউজ/এএস

Link copied!