ঢাকা: ‘রাধে সিনেমাটি আহামরি কিছু নয়। ইন্ডাস্ট্রিতে ভালো গল্প লেখকের অভাব চলছে। আরও ভালো ছবি বানানোর দরকার বলিউডে।’
মন্তব্যটি সালমান খানের বাবা সেলিম খানের। বলিউডের নামজাদা চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান তার ছেলের অভিনীত ‘রাধে’ সিনেমা দেখে এভাবেই নিজের মতামত দিয়েছেন।
একসময়ের অনেক সুপারহিট সিনেমার সঙ্গে তার নাম জড়িয়ে আছে। ছেলের সিনেমাগুলো তিনি মন দিয়েই দেখেন। ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ দেখে হতাশ হয়েছেন তিনি। আর তাই, সিনেমার সমালোচনা করলেন প্রকাশ্যেই।
ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ারকে সেলিম খান বলেন, ‘রাধে ছবিটি উচ্চ মানের নয়। বজরঙ্গি ভাইজান, দাবাং সিনেমাগুলো একদম ভিন্ন স্বাদের ছিল। কিন্তু রাধে ভালো ছবি না। আরও ভালো সিনেমা বানাতে হবে। বাণিজ্যিক ছবিগুলো দর্শক দেখেন বেশি। এতে করে সিনেমার সঙ্গে জড়িতরা লাভবান হন। যিনি সিনেমাটি কেনেন তিনিও লাভের মুখ দেখতে পারেন। সেই জায়গা থেকে রাধে সফল। দর্শক ছবিটি দেখছেন। কিন্তু বাণিজ্যিক ছবি লেখার অনেক কমতি আছে।’
একসময় জাভেদ আখতার এবং সেলিম খান দুজনে মুম্বাই সিনেমার ইন্ডাস্ট্রি মাতিয়েছেন। এই জুটি শোলে, জিঞ্জির, ডন, মিস্টার ইন্ডিয়ার মতো ছবি লিখেছেন।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :