ঢাকা : গত ৪ আগস্ট ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে বনানীর বাসা থেকে মাদকসহ গ্রেফতার করে র্যাব। এরপর দুই ধাপে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে আদালতের নির্দেশে কাশিমপুর কারাগারে রয়েছেন এই অভিনেত্রী।
এই ঘটনায় গত কয়েক দিনে শোবিজ অঙ্গনের অনেকেই পরীমণির পক্ষে এগিয়ে এসেছেন। যার যার অবস্থান থেকে আওয়াজ তুলছেন নায়িকার মুক্তির জন্য।
এবার পরীর পক্ষ নিয়ে কথা বললেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় আসা হিরো আলম। পরীমণির মুক্তি চেয়ে তিনি মদ সরবরাহকারীদের ধরা উচিত বলে মন্তব্য করেছেন।
রোববার (১৫ আগস্ট) এফডিসিতে এসেছিলেন হিরো আলম। সেখানে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
হিরো আলম বলেছেন, পরীমনির মদ পানের লাইসেন্স রয়েছে। তার বাসায় মদের বোতল থাকতেই পারে। লকডাউনে সে কোথায় যাবে। সব তো বন্ধ। তাই হয়তো বাসায় মদ রেখেছিল। আর তাকে কারা মদ সাপ্লাই দিয়েছে তাদের ধরা উচিত। খালি মদের বোতলই তো ছিল ৫০টির ওপরে। আমি পরীমণির মুক্তি চাই।
মদের বোতলের প্রসঙ্গে হিরো আলমকে পাল্টা প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার বাসায় খালি বা ভর্তি কোনো মদের বোতল নেই। কারণ আমি মদ পান করি না।
এর আগে পরীমণির পক্ষ নিয়ে গান গেয়েছিলেন তিনি। তবে সদ্য প্রকাশিত গানে মডেল পিয়াসা, মৌ ও পরীমণিকে ধুয়ে দিয়েছেন আলম।
এদিকে হঠাৎ করেই আবারও পরীর পক্ষে কথা বলা শুরু করেছেন তিনি। আজ নায়িকার পক্ষ নিয়ে ভিডিও প্রকাশ করেছেন নিজের ইউটিউবেও।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :