ঢাকা : দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। মতপ্রকাশে বরাবরই অকুতভয়। সোজাসাপ্টা কথা বলতেই পছন্দ করেন তিনি।
শাহরুখ খানের পাঠান ছবিটি যখনই বয়কটের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে গেরুয়া শিবিরের একাংশ, প্রতিবারই সুর চড়িয়েছেন প্রকাশ রাজ।
‘পাঠান’–এর সাফল্যে ‘বলিউড বয়কট’ ধারা প্রসঙ্গে গেরুয়া শিবিরকে একহাত নিলেন প্রকাশ রাজ। অভিনেতা অভিযোগের আঙুল উঠল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দিকেও।
শাহরুখের ছবি ‘পাঠান’ বয়কটের যে রব উঠেছিল, সে প্রসঙ্গে প্রকাশ রাজ বলেন, ‘এরা শুধু ঘেউ ঘেউ করবে, কামড়াবে না।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ বলেন, ‘এরা পাঠান বয়কট করতে চেয়েছিল। ইতোমধ্যে ৭০০ কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখের ছবি। তাই তারা শুধুই ঘেউ ঘেউ করতে পারে, কামড়াতে আসবে না। খামোকা শব্দদূষণ।’
পাশাপাশি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী ছবি এবং তাকেও তীব্র ভৎর্সনা করেন। প্রকাশ বলেন, ‘একেবারে নির্লজ্জ পরিচালক।‘দ্য কাশ্মীর ফাইলস’ অত্যন্ত খারাপ একটা ছবি। তার ছবি অস্কারের যোগ্য বলে যে দাবি করছেন, আমার প্রশ্ন অস্কার ওকে দিচ্ছে কে?’
প্রকাশ জানান, তার কাছে খবর আছে— এ ধরনের প্রচারসর্বস্ব ছবি করার জন্য প্রায় দুই হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তার স্পষ্ট কথা— ‘এরা মানুষকে বোকা বানাতে পারে শুধু।’
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :