অনাগত যমজ সন্তানকে হারালেন অভিনেতা ইরফান সাজ্জাদ 

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৫:৩৬ পিএম
অনাগত যমজ সন্তানকে হারালেন অভিনেতা ইরফান সাজ্জাদ 

ঢাকা: অনাগত যমজ সন্তানকে হারালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। গত ৫ মে, গর্ভপাতে অনাগত দুই সন্তানকে হারিয়েছেন এই অভিনেতা। 

মঙ্গলবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান ইরফান সাজ্জাদ।

স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ইরফান সাজ্জাদ লেখেন, ‘তাদের নাম রেখেছিলাম প্রিয় আর মায়। তারা আল্লাহর বেশি প্রিয় হয়ে গেল!’

বিস্তারিত জানিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘গত দেড় বছর ধরে অসুস্থ আমার স্ত্রী শারমিন সাজ্জাদ। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার নিয়মিত চিকিৎসা চলছিল। এর মধ্যে জানতে পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। এজন্য গত দেড় বছর আমি সেভাবে কাজ করিনি। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেছি।’

ঘটনার বর্ণনা করে ইরফান সাজ্জাদ বলেন, ‘গত ৫ মে দুপুরে চেন্নাই থেকে ঢাকায় ফেরার ফ্লাইটের টিকিট কনফার্ম করা ছিল। হঠাৎ সেদিন সকালে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর তার একটি বড় সার্জারি হয়। কিন্তু চিকিৎসক আমাদের ৬ মাসের অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেননি। শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আর কোনো উপায় ছিল না চিকিৎসকদের হাতে।’

স্ত্রী শারমিনের শারীরিক অবস্থা জানিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘আমার স্ত্রী এখনো অসুস্থ। তার চিকিৎসা চলছে। সন্তান কি সেটা উপলব্ধি করছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো মানসিক অবস্থায় নেই। দোয়া করবেন যেন সুস্থ স্ত্রীকে নিয়ে দেশে ফিরতে পারি।’

সোনালীনিউজ/আইএ

Link copied!