মুজিব: একটি জাতির রূপকার, অনুভূতি জানালেন অভিনয় শিল্পীরা

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ১২:০০ পিএম
মুজিব: একটি জাতির রূপকার, অনুভূতি জানালেন অভিনয় শিল্পীরা

ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মুজিব:একটি জাতির রূপকার’ সিনেমায় যারাই অভিনয় করেছেন প্রত্যেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে অনুভূতি জানিয়েছে স্ব স্ব অভিনয়শিল্পীরা।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে অনেক অজানা প্রশ্নের উত্তর মিলবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের মাধ্যমে। এটি শুধু একটি সিনেমা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক। ১৫ আগস্টের ঘটনা কখনও চিত্রায়িত হয়নি, কিন্তু এই সিনেমায় সেই দৃশ্য চিত্রায়িত হয়েছে। সেই মর্মান্তিক দৃশ্যের মাধ্যমেই সিনেমাটি শেষ হয়েছে। এই দৃশ্য দেখা খুবই কষ্টের।’

বঙ্গবন্ধু চরিত্রাভিনেতা আরিফিন শুভ অনুভূতি প্রকাশ করে বলেন, ‘সবসময় কাল্পনিক চরিত্রে কাজ করেছি। রক্ত-মাংসের একজন, একটা বাস্তব সত্য ঘটনায় এই প্রথম কাজ করলাম। তাও এমন একটা চরিত্র, যিনি বাঙালির কাছে প্রচণ্ড আবেগের। এমন চরিত্রে অভিনয়ের পর আর যদি কোনো অভিনয় না-ও করি বা যদি পৃথিবী থেকে চলেও যেতে হয়, তাতেও আমার কোনো আক্ষেপ নেই।’

‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের কিশোর বয়সী চরিত্রে কাজ করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। তিনি বলেন, ‘মুজিব’ ছবির জন্য আমাকে যখন ডাকা হলো কনফিডেন্ট ছিলাম না। এরপর যেদিন ফোন পাই, সেদিন বাবাকে জড়িয়ে অনেক কেঁদেছিলাম।’

সিনেমা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।  এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘সিনেমাটি শেষে সবার চোখে পানি ছিল; তখন মনে হয়েছে এটি দেশের জন্য অনেক বড় অর্জন। এমন একটি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন তিনি।’

এই চলচ্চিত্রে খন্দকার মোশতাক আহমেদ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। তিনি বলেন, ‘মুজিব সিনেমাটি আমার কাছে একটি স্বপ্নের নাম, একটি আবেগের নাম।’ তিনি বলেন, সিনেমায় খলচরিত্রে অভিনয়ের জন্য দর্শক যদি আমার দিকে জুতা ছুড়ে মারেন, তবে সেটাই হবে আমার পদক।’

ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোরবেলার চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। তিনি বলেন, এ সিনেমা করতে গিয়ে আমি বঙ্গবন্ধুকে নতুনভাবে আবিষ্কার করেছি, টুঙ্গিপাড়ার একজন সাধারণ মানুষ কীভাবে ধীরে ধীরে জাতির ভাগ্য নিয়ন্ত্রক হয়ে উঠলেন! এ কারণে ভিন্ন রকম একটি অনুভূতি সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর ১৫৩টি হলে  মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।

এমটিআই

Link copied!