বিদেশি নায়িকা নিয়ে বঙ্গভবনে শাকিব খান

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ০১:০৯ পিএম
বিদেশি নায়িকা নিয়ে বঙ্গভবনে শাকিব খান

ঢাকা : শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমারের’ শুটিং করতে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে নতুন লুকে হাজির হলেন শাকিব খান। ছবিতে দেখা গেছে, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি। ছবিটি ফেসবুকে প্রকাশ করে শাকিব খান লেখেন, রাজকুমার আসছে।

সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক হিমেল আশরাফ। সিনেমাটির শুটিং ঢাকা, পাবনা এবং পরে আমেরিকায় শেষ হবে। আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

জানা গেছে, রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে শাকিব ও কোর্টনি কফিকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। সেখানেই তাদের দুজনকে ফ্রেমবন্দি করা হয়েছে।

এমটিআই

Link copied!