শাকিবকে নিয়ে ট্রল করায় ক্ষেপলেন অপু বিশ্বাস

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৭:৩৩ পিএম
শাকিবকে নিয়ে ট্রল করায় ক্ষেপলেন অপু বিশ্বাস

ঢাকা : নতুন লুকে হাজির হয়ে চমকে দিয়েছেন শাকিব খান। তবে সেই চমক থাকেনি। শাকিবের এই লুক যে অনুকরণ করা সেটা বের করে ফেলেছেন নেটিজেনরা। ‘রাজকুমার’ সিনেমার একটি গানের দৃশ্যে তিন শতাধিক শিল্পীর সঙ্গে নেচেছেন শাকিব।

ছবি প্রকাশ্যে আসার পর শাকিবের লুক নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। তার নতুন লুক নিয়ে বেশিরভাগ মানুষ প্রশংসা করলেও ট্রল করতে ছাড়ছেন না অনেকেই। এবার সেই ট্রলের বিষয় নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস।

গতকাল নিজের মুক্তি পেতে যাওয়া ট্র্যাপ চলচ্চিত্র নিয়ে সংবাদ সম্মেলনে অপু এক প্রশ্নের জবাবে বলেন, বলেন, ‘আমার কাছে শাকিব খানের লুক অত্যন্ত ভালো লেগেছে। কিছু মানুষ এটাকে নানানভাবে ট্রল করছে। এটা দেখে অবাক হচ্ছি। যারা ট্রল করে, তারা একটা ভিডিওর নিচে ছোট্ট কমেন্ট বক্সে ট্রল করে। তাদের লিমিটেশন ১৯০ শব্দ। ১৯০ দিন কাজ করেও কিন্তু সামনে আসার ক্ষমতাটা নেই। অনেকেই আমাদের সামনে আসতে তারা কাউকে না কাউকে ক্যাশ করে। কিন্তু তারা পাবেনা। সুতরাং এসব বিষয় নিয়ে আমাদের ভাবনা না থাকাটাই ভালো।’

অপু বিশ্বাস বলেন, ‘দিন দিন আমাদের এই জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে। যারা নোংরা করছে তারা তাদের ঘরে বসে নোংরা করছে। ইন্ডাস্ট্রির ক্ষতি করার দরকার কি? এই সমস্ত মানুষদের তাদের মানসিকতা পজিটিভ হওয়া দরকার।’

নিজের কাজ নিয়ে অপু বলেন, ‘যারা আমাকে পছন্দ করে না তাদের কাছে তো আমার কোনো কাজই ভালো না। আমার কাজ একজন মানুষ কীভাবে নিচ্ছে সেটার দেখার সময় বা মানসিকতা আমার নেই। আমি কি কাজ করছি সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।’

এমটিআই

Link copied!