এবার ডিপজলের খবর শেয়ার করলেন নিপুণ!

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৯, ২০২৪, ০৫:৫৬ পিএম
এবার ডিপজলের খবর শেয়ার করলেন নিপুণ!

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের হল মালিকদের নিয়ে শনিবার (৮ জুন) ঢাকার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়৷ সারা দেশ থেকে ৬০ এর উপরে হল মালিকরা এই সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও, প্রযোজক খোরশেদ আলম খসরু, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল, অভিনেত্রী অঞ্জনা উপস্থিত ছিলেন।  

এই সভায় সিনেমা হলের সংস্কার ও নতুন হল নির্মাণে বাংলাদেশ ব্যাংকের যে এক হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল ঋণ দেওয়ার কথা হয়েছিল সেটার অগ্রগতি না থাকার অভিযোগ, চলচ্চিত্রের ১৯ সংগঠন হিন্দি সিনেমা চালাতে না দেওয়া, সিনেমা মুক্তি দিতে যে অগ্রীম রেন্টাল ফি দিতে হয় এটার বিরোধিতা করেছেন তারা। 

সেই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ডিপজলের একটি প্লে-কার্ড নিজের জন্মদিনের গিফট হিসেবে নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেন নায়িকা নিপুণ আক্তার। তিনি শেখানে লিখেন, আমার জন্মদিনের উপহার। আমি সাধারণ সম্পাদক থাকায় আমাদের সিনেমা হল বাঁচাতে হিন্দি সিনেমার প্রস্তাব করি। 

নিউজ লেখা সময়ে দেখা গেছে সেই গণমাধ্যমের প্লে-কার্ডটি সরিয়ে নিয়েছেন। তবে অনেকেই ধারণা করছেন, ডিপজল নিপুণের পার্লারের কথা বলার পর মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। অথচ নিপুণ সেই ডিপজলকে মূর্খ বলে আখ্যায়িত করেছিলেন। 

অনুষ্ঠানে অতীতে হিন্দি সিনেমা আমদানীর বিরুদ্ধে সরব মনোয়ার হোসেন ডিপজল এবার হল বাঁচাতে ‘হিন্দি সিনেমা’ আমদানির পক্ষে মতামত দিয়েছেন। তিনি বলেন ‘হিন্দি সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ক্ষতির, তবে হল বাঁচাতে আপাতত আসুক।’

রাজধানীর একটি হোটেলে প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের ওয়েবসাইট উদ্বোধনে মুভিলর্ডখ্যাত প্রভাবশালী প্রযোজক, প্রদর্শক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল এমন মন্তব্য করেন। এ সময় প্রদর্শক নেতাদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। 

ডিপজল বলেন, ‘আমি সবসময় আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, তবে এখন হলও বাঁচাতে হবে তাই আপাতত সবার সঙ্গে আমিও একমত হিন্দি সিনেমা আসুক। একই সঙ্গে আমাদেরও ভালো মানের সিনেমা নির্মাণের বিকল্প নেই।’

এক প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে সিনেপ্লেক্সসহ অন্তত পাঁচশত স্ক্রিন দরকার। আমি বেশকিছু পদক্ষেপ নিয়েছি এরমধ্যে হেমায়েতপুরে মাল্টিস্টোরেড বিল্ডিং হবে সেখানে মাল্টিপ্লেক্স চালু হবে। ঈদের পরই এ কাজ শুরু হবে। এছাড়া ইতিমধ্যে ‘পর্বত’ ভেঙ্গে ফেলা হয়েছে সেখানে তিনটি স্ক্রিন হবে। দুই বছর পর ‘এশিয়া’তেও মাল্টিপ্লেক্স চালু করার পরিকল্পনা নিয়েছি। সব মিলিয়ে আশা করছি দেশে ভালো সিনেমা নির্মাণ হলে হলও দ্রুত বেড়ে যাবে।’

অনেকে শাকিব খানের ‘তুফান নিয়ে আতংকে আছেন, জানিয়েছেন বেশি রেন্টাল নিয়ে সিনেমা চালানো সম্ভব না। অনেক টাকা অগ্রিম দিয়ে সিনেমা আনতে হবে। তাদের পক্ষে ১০ লাখ, ১৫ লাখ টাকা দিয়ে সিনেমা আনা সম্ভব না।’ এমনটি বলছিলেন গাজীপুর ঝংকার সিনেমা হলের মালিক শরফুদ্দিন এলাহি সম্রাট।

এএন

Link copied!