বিটিভি, মেট্রো রেল ভাঙচুরে চলচ্চিত্রের ১৯ সংগঠনের প্রতিবাদ

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৭:৩৬ পিএম
বিটিভি, মেট্রো রেল ভাঙচুরে চলচ্চিত্রের ১৯ সংগঠনের প্রতিবাদ

ঢাকা : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী যে চক্র বাংলাদেশ সরকারকে অকার্যকরের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে ভাঙচুর, মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেস টোল প্লাজাসহ দেশের বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে চলচ্চিত্র সম্মিলিত পরিষদ (১৯ সংগঠন)।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এফডিসির প্রযোজক সমিতির সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এসময় অঞ্জনা রহমান ও অরুণা বিশ্বাসকে ছাড়া এ মানববন্ধনে দেখা যায়নি কোনো তারকা শিল্পীকেই। এ ছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতির কোনো নেতাকেও দেখা যায়নি।

‘৯০ দশকের শিল্পীদের বাস্তব জীবনের কর্ম দেখে আমরা লজ্জিত’‘৯০ দশকের শিল্পীদের বাস্তব জীবনের কর্ম দেখে আমরা লজ্জিত’
এমনকি চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত হতে পারেননি তারাও।

পরিচালক শাহ আলম কিরণের সঞ্চালনায় ও চলচ্চিত্র সম্মিলিত পরিষদের (১৯ সংগঠন) সভাপতি খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক আলিমুল্লাহ খোকন, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অঞ্জনা রহমান, রোকেয়া প্রাচী।

এমটিআই

Link copied!