ঢাকা: মহালয়ার পরের দিনই সুখবর দিলেন কোয়েল। দ্বিতীয় বার মা হতে চলেছেন কোয়েল। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লেখেন, ‘‘পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’’
২০২০ সালে অতিমারির মধ্যেই মে মাসে কোয়েলের প্রথম পুত্র কবীরের জন্ম। এ বার ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন নায়িকা। সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল। সম্প্রতি ‘মিতিন মাসি’ সিরিজ়ের নতুন ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। মহালয়ার ভোরে তাঁকে দেখা গিয়েছে ছোট পর্দায়, অসুরনাশিনী দুর্গা রূপে।
কোয়েলকে শুভেচ্ছা জানিয়ে জিৎ লেখেন, “খুব ভাল খবর। পরিবারের প্রত্যেকেকে শুভেচ্ছা।” কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ।
এ বছর মল্লিক বাড়ির দুর্গাপুজোর ১০০ বছর। কিন্তু এ বারের পরিস্থিতি অন্য বারের মতো নয়। তাই অন্য বারের মতো মল্লিক বাড়িতে আনন্দ উদ্যাপন হবে না। কোয়েল এই প্রসঙ্গে বলেছিলেন “আরজি কর ঘটনার পরে প্রতি দিন নির্যাতিতার জন্য প্রার্থনা করেছি। একটা বিষয় আমার ভাল লেগেছে। এই শহরের প্রতিটি মানুষ অশুভ শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়ছেন। আমাদের ন্যায়বিচার চাই। অনেকেই ধৈর্য রাখতে পারছেন না। কিন্তু বিচারের তো একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেটা পেতে গেলে ধৈর্য ধরতে হবে। এর আগেও বহু ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনার নৃশংসতা আমাদের চোখ খুলে দিয়েছে। মায়ের কাছে তাই একটাই প্রার্থনা, এমন যেন আর কখনও না ঘটে।’’
ইউআর
আপনার মতামত লিখুন :