অভিনেতার স্ত্রীর ওপর ডাকাতের হামলা, কেটে গেছে শ্বাসনালী

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ১১:৪৪ এএম
অভিনেতার স্ত্রীর ওপর ডাকাতের হামলা, কেটে গেছে শ্বাসনালী

ঢাকা: ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন অভিনেতা ও নির্মাতা সাজু মেহেদী। শনিবার বেলা ১ টায় তার টাঙ্গাইলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের নৃশংস আক্রমণে অভিনেতার স্ত্রী নাদিয়া আক্তার নদীর গলার শ্বাসনালী কেটে গেছে।

বর্তমানে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই পরিচালক নিজেই। সাজু জানান, ডাকাত তার বাড়ি থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংকের ক্রেডিট কার্ড ও অন্যান্য কাগজপত্র নিয়ে গেছে। অভিনেতার দাবি, ডাকাত তার স্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছে। তবে জরুরি অপারেশনের পর নদী এখন শঙ্কামুক্ত রয়েছেন। 

এ বিষয়ে সাজু বলেন, ‘কয়েকদিন আগে আমরা একটি কসমেটিক্সের দোকান দেই। একজন লোক শাড়ি-কাপড় সাপ্লাই দেওয়ার কথা বলে বাড়ির সামনেই অপেক্ষা করছিল। একপর্যায়ে আমার স্ত্রী দোকান থেকে বাড়িতে ফিরলে তার গলায় ছুরি দিয়ে আক্রমণ করে। ঘটনাস্থলেই নদীর শ্বাসনালী কেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করে। তখন ওই ডাকাত আমার স্ত্রীকে বাথরুমে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়।’

ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি ও আমার ছেলে কেউই ঘটনার সময় বাড়িতে ছিলাম না। ফলে নদীকে সাহায্য করার মতোও কেউ ছিল না। একপর্যায়ে আমার স্ত্রী বাথরুমের ভেতর থেকে একটা ব্রাশের হাতল দিয়ে চেষ্টা করে বেরিয়ে আসতে সক্ষম হয়।’

সাজু বলেন, ‘আমার স্ত্রীকে হত্যার উদ্দেশেই এমন আক্রমণ হয়েছে। আগে থেকেই হয়তো ডাকাতরা তাকে ফলো করছিল। ডাকাত একজনই ঘরে ঢুকেছিল, আমরা তাকে চিনতে পেরেছি। তার মোবাইল নাম্বার পেয়েছি। দ্রুতই মামলা করব।’

ইউআর

Link copied!