যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হলো সুবর্ণা মুস্তাফা ও তার স্বামীকে

  • বিনোদন ডেস্ক: | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৮:৪৯ পিএম
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হলো সুবর্ণা মুস্তাফা ও তার স্বামীকে

ঢাকা: থাইল্যান্ডে যাওয়ার পথে অভিনয়শিল্পী ও সাবেক এমপি সুবর্ণা মুস্তাফা ও তার স্বামী নির্মাতা বদরুল আনাম সৌদকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। 

শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঘটনাটি ঘটেছে। বিমানবন্দর সংশ্লিষ্ট গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। 

সূত্রটি জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (BG-388) যোগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গমনের উদ্দেশে সকালে বিমানবন্দরে পৌঁছান সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। এরপর দুজনে চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করে উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। বিষয়টি বিমানবন্দর সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার নজরে এলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। 

সূত্রটি আরও জানায়, সকালে বোর্ডিং শুরুর ঠিক ৫ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে তাদের জানান, সুবর্ণা মুস্তাফার ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ আছে। সে কারণে তাকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না।

অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হন। সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আইএ

Link copied!