ঢাকা: দীর্ঘদিন পর রাজনৈতিক স্যাটায়ার বানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা ও অন্তবর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দেশের রাজনীতিবিদদের নিয়ে তৈরি গল্পে ‘৮৪০’ ওয়েব সিনেমা বানিয়েছেন তিনি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। এর আগেই বুধবার (১১ ডিসেম্বর) আয়োজন করা হয় ‘৮৪০’-এর বিশেষ প্রিমিয়ার শো।
এদিন ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় প্রিমিয়ার শো উপভোগ করতে হাজির হয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ আরও অনেকেই। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
প্রথমবারের মতো ফারুকীর সিনেমার প্রিমিয়ার শো’তে হাজির হয়ে সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। স্ত্রীকে সঙ্গে নিয়েই ‘৮৪০’ উপভোগ করেছেন তিনি। সিনেমাটি দেখে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন সৈয়দ। পাশাপাশি ফেসবুকে ফারুকীর সঙ্গে একটি ছবি পোস্ট করে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করার বার্তাও দিয়েছেন।
‘৮৪০’ দেখে সৈয়দ আহমেদ মারুফ লেখেন, গতকাল রাতে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তাফা ফারুকীর সঙ্গে তার সিনেমা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের প্রিমিয়ারে। আমরা আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার, টিভি চ্যানেল নিয়ে কাজ করব।
‘৮৪০’ এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এ ছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকে। তাদের প্রায় সবাই এদিন প্রিমিয়ারে অংশ নেন।
ইউআর
আপনার মতামত লিখুন :