ঢাকা: বিগত কয়েকদিন ধরেই চর্চায় বলিউড গায়ক কুমার শানুর প্রেমজীবন। আর কেনই বা হবে না, অভিনেত্রী কুনিকা সদানন্দ হঠাৎই দাবি করেছেন, প্রথম স্ত্রী রিতার সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই তার সঙ্গে লিভ ইনে ছিলেন কুমার শানু। শুধু তাই নয়, সে সময় গায়কের প্রথম স্ত্রী ছিলেন ৬ মাসের অন্তঃসত্ত্বা!
অভিনেত্রী কুনিকা এও দাবি করেন, সেই সময় স্ত্রী রীতার সঙ্গে ঝামেলা চলছিল কুমার শানুর। একদিন একসঙ্গে আরও কিছু বন্ধুর সঙ্গে বসে মদ্যপান করছিলেন। হঠাৎই কাঁদতে শুরু করেন গায়ক। এমকী, হোটেলের বেলকনি থেকে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করেন। সেই সময় গায়ককে সামলাতে সামলাতে ভালোবেসে ফেলেন কুনিকা।
অভিনেত্রী কুনিকা এও জানান, তারা দীর্ঘ ৫ বছর লিভ ইন করেন। যদিও একসময় আর ছিল না সম্পর্কের সেই উষ্ণতা। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন যৌথভাবে। কুনিকার আরও দাবি ছিল যে, শানু তার সহবাস সঙ্গী হলেও, স্ত্রীর মতোই দেখাশোনা করতেন শানুকে।
যদিও কুমার শানুর সঙ্গে তার প্রথম স্ত্রীর সম্পর্ক ভাঙে আরেক অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে প্রেমের কারণে। এক প্রিমিয়ার শোতে মীনাক্ষীর সঙ্গে মুখোমুখি হন শানু, আর তারপরই নাকি প্রেম হয়। এই জুটি তিন বছর ধরে ডেট করেছিল। যার ফলস্বরূপ রিতাকে ডিভোর্স দেন গায়ক। এমনকী গায়কের সেক্রেটারিও একবার নিশ্চিত করেন, কুমার শানুর অনেক গার্লফ্রেন্ড আছে। জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রি তার মধ্যে অন্যতম।
ইউআর
আপনার মতামত লিখুন :