কাপড়ের দোকানে চাকরি নেন কাজল, অতঃপর ...

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৩:৫৬ পিএম
কাপড়ের দোকানে চাকরি নেন কাজল, অতঃপর ...

ঢাকা : বাচ্চাদের দোকানে সেলস গার্ল লাগবে। এমন একটি বিজ্ঞাপন দেখেছিলেন বলি অভিনেত্রী কাজল। হাত খরচের জন্য কাজটা করার কথা ভেবেছিলেন অভিনেত্রী তনুজার বড় মেয়ে। দোকানে ঢুকে নিজে থেকেই বলেছিলেন, ‘আমাকে কাজ দেবেন?’

দোকানের মালিক কাজলকে আপাদমস্তক দেখে সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, ‘আপনি কাজ করতে পারবেন?’ মাথা নেড়ে আশ্বস্ত করেছিলেন কাজল।

তারপর প্রথমদিন কাজে গেলেন। দেখলেন দোকানের চারদিকে ঝুলছে বাচ্চাদের ছোট-ছোট জামা। সব জামার দিকে তাকিয়ে থাকলেন কাজল। এক জায়গায় বসলেন। হঠাৎ অনুভব করলেন, তার একটি পা নাচছে। ঘণ্টার পর-ঘণ্টা কেটে গেল, একজনও ক্রেতা এলেন না। এক জায়গায় চুপ করে বসে থাকতে-থাকতে অস্বস্তি বোধ করতে শুরু করেন কাজল।

তিনি বলেছিলেন, ‘আমার মনে হয়েছিল এটা একটা শাস্তি। আমার মা যেমন দুষ্টুমি করলে এক জায়গায় চুপ করে বসিয়ে রাখতেন, সেরকমই লাগছিল। অসহ্য ছিল ব্যাপারটা।’

সেই চাকরি বেশিদিন করতে পারেননি কাজল। তার মতো ছটফটে মেয়ের পক্ষে খুবই কঠিন চাকরি ছিল সেটি। পরে বাজিগর, কুচ কুচ হোতা হ্যায়-এর মতো সিনেমা করে পৌঁছে যান সাফল্যের চূড়ায়।

এমটিআই

Link copied!