ফিলিস্তিনের শিশুদের নিয়ে গেয়েছেন নাহিদ হাসান

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১২:১০ পিএম
ফিলিস্তিনের শিশুদের নিয়ে গেয়েছেন নাহিদ হাসান

ঢাকা : ইসরায়েলের বর্বরতায় ফিলিস্তিনের শিশুদের ওপর সশস্ত্র সংঘাতের বিধ্বংসী প্রভাব নিয়ে সংগীতশিল্পী নাহিদ হাসান গেয়েছেন ‘ফুল’ শিরোনামের একটি গান। এই গানে তুলে ধরা হয়েছে নিরীহ শিশুদের অকালে ঝরে যাওয়ার করুণ বাস্তবতা ও তাদের বলতে না পারা নিষ্পাপ হৃদয়ের আর্তনাদ।

গানের কথায় নাহিদ হাসানকে বলতে শোনা যায়, ‘আমি ফুল গাজার মাটিতে, বোমার আঘাতে, নিষ্পাপ ঝরে যাওয়া ফুল।’

গান প্রসঙ্গে তিনি বলেন, ‘যে শিশু রাজনৈতিক বা পৃথিবীর কোনো কূটনীতির সঙ্গে জড়িত নয়, সে কেন এই সহিংসতার শিকার হবে?

প্রায় চার শতাধিক মানুষকে বোমা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, যার বেশির ভাগই শিশু। তাদের তো এখন আমাদের ছোটবেলার মতো শৈশব কাটানোর কথা ছিল; অথচ তারা প্রতিদিন আতঙ্কে নিঃশ্বাস নিচ্ছে!এই সহিংসতা যেন দ্রুত থেমে যায় এটাই আমাদের প্রত্যাশা।’

আমজাদ হোসেনের সংগীতায়োজনে একটি করুণ ভিডিওসহ গানটি প্রকাশ পেয়েছে সু-গান ইউটিউব চ্যানেলে।

এমটিআই

Link copied!