ঢাকা : ঈদ মানেই সিনেমাপ্রেমীদের অন্যরকম উচ্ছ্বাস। কারণ এ সিজনে একসাথে মুক্তি পায় বড় বাজেটের অনেক সিনেমা। এবার ঈদে মুক্তি পেয়েছে মোট ৬টি সিনেমা। ঈদের দিন থেকে রাজধানীসহ ঢাকার বাইরের হলগুলোতেও দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। এরমধ্যে ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’ সিনেমা দেখার জন্য দর্শকরা মুখিয়ে রয়েছেন।
বুধবার (২ এপ্রিল) রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে বরবাদ, দাগি কিংবা জংলি সিনেমার কোনো শোয়ের টিকিট নেই। এমনকি আগামীকালেরও কোনো টিকিট নেই বলে জানা গেছে। দর্শকরা আগেই অনলাইনে টিকিট কিনে রেখেছিলেন।
শুধু তাই নয়, দর্শকের চাপে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট ডাউন হয়ে রয়েছে দুই ঘণ্টারও বেশি সময় ধরে।
এই বিষয়ে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ঈদের তিনটি সিনেমা বরবাদ, দাগি ও জংলি বেশ ভালো যাচ্ছে। গত সবগুলো শো হাউজফুল গেছে। দর্শকরা ছবিগুলো দেখতে হলে আসছেন।’
কিন্তু আজ কোনো শোয়ের টিকিট নেই। যার কারণে সবাই অনলাইনে চেষ্টা করছেন। সবাই একসঙ্গে ওয়েবসাইটে প্রবেশ করার কারণে হয়তো এমনটা হয়েছে। আমাদের টিম চেষ্টা করছে দ্রুত সমাধান করার। তিনি এও জানান, আগামীকালকের বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে।
এছাড়া শ্যামলী সিনেমা হলের ম্যানেজার মো. হাসান বলেন, ‘আমরা বরবাদ চালাচ্ছি। আজ সকালের শোতে দর্শক একটু কম ছিল, এছাড়া বাকি সব শো হাউজফুল ছিল। আজকের আর কোনো শোয়ের টিকিটও নেই।’
প্রসঙ্গত, এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলে হলো বরবাদ, দাগি, জংলি, চক্কর ৩০২, জ্বীন ৩ ও অন্তরাত্মা।
এমটিআই
আপনার মতামত লিখুন :