ঢাকা : সংগীতশিল্পী ও পরিচালক আরাফাত মহসিন নিধি ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাবা খান বিয়ে করেছেন। শুক্রবার নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তারা এই সুখবর দেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বিয়ের ছবিতে দুজনকেই উচ্ছ্বসিত ও প্রাণবন্ত দেখা যায়। রাবা পরেছিলেন উজ্জ্বল ও ঐতিহ্যবাহী কমলা রঙের শাড়ি। আর নিধিকে পরতে দেখা যায় সোনালি এমব্রয়ডারির কাজ করা সাদা শেরওয়ানি।
আকদ অনুষ্ঠানের তারিখ উল্লেখ করে একটি পোস্টে তারা লেখেন, ‘সবকিছু শুরু হয়েছিল এক ভালোবাসার গানের মাধ্যমে…’।
এমটিআই
আপনার মতামত লিখুন :