বর্ষবরণে আজ সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০১:৩৩ পিএম
বর্ষবরণে আজ সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট

ঢাকা: এবারের চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে নানা কর্মসূচি দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। যার মধ্যে অন্যতম সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ দুপুর ১২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে হবে কনসার্ট।

‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শিরোনামের এই আয়োজনে। এই কনসার্টে ব্যান্ডসংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ, ভাইকিংস, এভোয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোনফ্রি, মারমা সম্প্রদায়ের ব্যান্ডদল চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ব্যান্ডদল ইমাং, চাকমা সম্প্রদায়ের ব্যান্ডদল ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ডদল ইউনিটি এবং গারো সম্প্রদায়ের ব্যান্ডদল এফ মাইনর। এই অনুষ্ঠানে ৫০ জন ঢাকঢোল বাদক এবং ৫০ জন লাঠিখেলা শিল্পীও অংশগ্রহণ করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলার পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়।

এদিকে নববর্ষ উপলক্ষে আগামীকাল ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দুই শতাধিক ব্যান্ড মিউজিশিয়ানস অংশগ্রহণ করবে এবং পৃথিবীর শান্তি কামনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্মিলিতভাবে গান পরিবেশিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ইউআর

Link copied!