ঢাকা: দেশের শোবিজ অঙ্গনে অন্যতম পরিচিত মুখ প্রিয়াঙ্কা জামান। নানা অবতারে নিজেকে মেলে ধরেন এ মডেল ও অভিনেত্রী। পাশাপাশি উপস্থাপনা, অভিনয়সহ নিজেকে নানা কাজে ব্যস্ত রাখেন তিনি। তবে শুধু অভিনয়ই নয়, ব্যক্তিগত জীবনে ধর্মকেও প্রধান্য দেন এ অভিনেত্রী।
বিশেষ করে ধর্মীয় দায়িত্ব নিয়মিত পালন করতে অলসতা নেই তার। পাঁচ ওয়াক্ত নামাজ-রোজার মধ্যে থাকেন, বাদ দেন না তাহাজ্জুদও। অভিনেত্রীর মতে, নিয়মিত নামাজের মধ্যে থাকেন বলেই নিজের রূপ ধরে রাখতে পারেন তিনি। নামাজ পড়লে চেহারায় সৌন্দর্য ফুটে ওঠে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছেন প্রিয়াঙ্কা। সেখানে নিজের রূপের রহস্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই। আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি। তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।
আমার বিশ্বাস, যে নামাজ পড়ে, তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে, সৌন্দর্য ফুটে ওঠে।’
ব্যক্তিজীবনে এখনো অবিবাহিত প্রিয়াঙ্কা। বেশ কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন। এমন কাউকে পেলে অভিনয়ও ছেড়ে দেবেন।’
২০১৩ সালে বাংলাদেশ টেলিভিশনের চলচ্চিত্রভিত্তিক অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা জামান।
এর পর থেকে নিয়মিতভাবে নাটকে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে দেখা গেছে তাকে। সম্প্রতি তিনি বড় পর্দায় অভিনয় করেও আলোচনায় আসেন।
ইউআর
আপনার মতামত লিখুন :