ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১২:৩৬ পিএম
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান

ঢাকা: প্রতিবেশি দেশ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান কেঁপে উঠেছে। শুক্রবার (২৮ মার্চ) বেলা ১২টা ২০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। 

জানা গেছে, সিলেট এবং রাজশাহী অঞ্চলও ভূমিকম্পে কেঁপে উঠেছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মিয়নমারের সাংহাই রাজ্যে।রিখটার স্কেলে ৭.৭ মাত্রার এ ভূমিকম্প মিয়ানমার, ভারত , লাওস, থাইল্যান্ড এবং চীনেও অনুভূত হয়েছে।  ভূমিকম্পের উৎপত্তি সমতল থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাঈয়্যাৎ কবীর বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আইএ 

Link copied!