মৌসুমের সর্বোচ্চ ৩৯.৮ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৬:০৮ পিএম
মৌসুমের সর্বোচ্চ ৩৯.৮ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা 

ঢাকা : চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মাঝারি ধরনের তাপপ্রবাহের ফলে জেলার বাসিন্দার তীব্র গরমে অস্বস্তিতে রয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ৩টায় চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যৈষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, চলতি মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে। চলমান তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে।

এর আগে শুক্রবার সকাল থেকেই রোদের প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে দেশজুড়ে। জানা গেছে, চুয়াডাঙ্গায় তাপের সঙ্গে বাতাসে বয়ে যাচ্ছে আগুনের হল্কা। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যারাও বের হয়েছেন তারাও অল্পতেই অতিষ্ঠ হয়ে পড়ছেন। সব থেকে বেশি কষ্টে পড়েছেন রোজাদাররা।

অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও পরামর্শ দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। ঈদে মার্কেটগুলোতে কেনাকাটা জমে উঠলেও ভ্যাপসা গরমের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজন সীমিত আকার ধারণ করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান সংবাদমাধ্যমকে বলেন, তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও পরামর্শ দেওয়া হচ্ছে। রোজাদারদের সন্ধ্যার পর থেকে বেশি বেশি পানি ও ফলমূল খেতে বলা হচ্ছে। শিশু, কিশোর ও যারা রোজায় থাকছে না তাদেরকে শরবত পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ২৯ এপ্রিল চুয়াডাঙ্গায় রেকর্ড ৪৩ ডিগ্রিতে তাপমাত্রা রেকর্ড হয়। যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ ছিল।

এমটিআই

Link copied!