বিএমডব্লিউ বিলাসবহুল ম্যাক্সি স্কুটার আনল

  • ফিচার ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৪:৩৬ পিএম
বিএমডব্লিউ বিলাসবহুল ম্যাক্সি স্কুটার আনল

ঢাকা: বিএমডব্লিউ মোটোরাড আন্তর্জাতিক বাজারে ম্যাক্সি-স্কুটার আনল। যার মডেল ২০২৫ বিএমডব্লিউ সি ৪০০জিটি। এটা আগের মডেলের তুলনায় কিছু নতুন ফিচার ও ডিজাইনের আপগ্রেড পেয়েছে।

নতুন মডেলে সাইড প্যানেলে বড় ‘জিটি’ ডেকাল যুক্ত হয়েছে, যা একে আরও স্পোর্টি লুক দেয়। এছাড়া ফ্রন্ট অ্যাপ্রনে নতুন স্ট্রাইপ ডিজাইন যুক্ত করা হয়েছে। স্কুটারের প্রিমিয়াম লুক আরও বাড়িয়ে তুলতে যা বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ করে হোয়াইট ভ্যারিয়েন্টে গোল্ডেন রঙের হুইল এবং কনট্রাস্টিং কালার স্কিম ব্যবহার করা হয়েছে, যা একে আরও আকর্ষণীয় করে তুলবে।

নতুন বিএমডব্লিউ সি ৪০০জিটি স্কুটারটিতে ৩ লিটারের অতিরিক্ত বুট স্পেস যোগ করা হয়েছে, যা আগের মডেলের প্রশস্ত আন্ডারসিট স্টোরেজকে আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি, সামনের দিকে ১২ লিটারের একটি পকেট দেওয়া হয়েছে, যেখানে ছোটখাট প্রয়োজনীয় জিনিস রাখা সম্ভব। সেফটি ফিচারের দিক থেকে এই জার্মান ম্যাক্সি-স্কুটারটি এখন লিন-সেনসিটিভ এবিএস এবং ট্রাকশন কন্ট্রোল স্ট্যান্ডার্ড হিসেবে পাবে, যা উন্নত রাইডিং স্টেবিলিটি প্রদান করবে।

ইউআর

Link copied!