মাওলানা লুৎফর রহমানের শেষ কথা স্মরণ করে আবেগাপ্লুত আজহারী

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০২:৫০ পিএম
মাওলানা লুৎফর রহমানের শেষ কথা স্মরণ করে আবেগাপ্লুত আজহারী

ঢাকা: ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত আলেম মাওলানা লুৎফর রহমান। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই আলেম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এই বর্ষীয়ান এই আলেমের মৃত্যুতে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। 

একটি স্ট্যাটাসে আজহারী লেখেন, ‘বর্ষীয়ান আলেমে দ্বীন মাওলানা লুৎফর রহমান দুনিয়ার সফর সমাপ্ত করে মহান রবের জিম্মায় ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

পরে স্মৃতিচারণ করে লিখেছেন, গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মুনা কনভেনশনে আমার বক্তব্যের পর আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলেছিলেন— আমাদের সময় শেষ। তোমাদের রেখে গেলাম।

সেদিনের ‘সময় শেষ’ কথাটি যে এত সহসা আক্ষরিক অর্থে রূপ নেবে, সেটি বুঝতে পারিনি। আল্লাহতায়ালা তার দ্বীনের একনিষ্ঠ এ খাদেমকে ক্ষমা করুন। জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন।

আইএ

Link copied!