ঢাকা: আট দিন পর করোনাভাইরাস সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ৩৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩২ জনই ঢাকার। গত ৩০ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। এর আট দিন পর একজনের প্রাণ কাড়ল প্রাণঘাতী ভাইরাসটি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব ৩৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৭ দশমিক শূন্য ২। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার বাসিন্দা।
শনাক্ত হওয়া ৩৪ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৭ হাজার ৪০৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৬০৯ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৪৮৩ জন মারা গেছেন।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
এমএস
আপনার মতামত লিখুন :