মেডিকেলে সুযোগ পেল সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের ৫৩ জন শিক্ষার্থী  

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৮:১২ পিএম
মেডিকেলে সুযোগ পেল সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের ৫৩ জন শিক্ষার্থী  

নীলফামারী: প্রতিবছরের মতো এবারও মেডিকেল ভর্তি পরিক্ষায় আশানুরুপ ফলাফল অর্জন করেছে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ বছর কলেজটি থেকে ৫৩ জন শিার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে  ২০ ছেলে জন ও ৩৩ জন মেয়ে।

চলতি বছর এই কলেজ থেকে উ”চ মাধ্যমিক পরীায় বিজ্ঞান বিভাগে ২৬২ জন শিার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছেন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৫৫ জন। এরমধ্যে এবার ৫৩ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ২০২৪-২৫ শিাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীার ফলাফল প্রকাশ হয়। এতে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ফাহিম-ঢাকা মেডিকেল কলেজ, সুমাইয়া শারমিন-ঢাকা মেডিকেল কলেজ, আতিয়া- সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, তৌফিকা-সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সৌরভ-রংপুর মেডিকেল কলেজ, সুমাইয়া-রাজশাহী মেডিকেল কলেজ, মিম-নীলফামারি মেডিকেল কলেজ, তারিন-রাজশাহী মেডিকেল কলেজ, প্রজ্ঞা-রাজশাহী মেডিকেল কলেজ, তুশিন-দিনাজপুর মেডিকেল কলেজ, মেধা-সিরাজগঞ্জ মেডিকেল কলেজ, কণা-দিনাজপুর মেডিকেল কলেজ, কিবতিয়া-নীলফামারী মেডিকেল কলেজ, ঋতু-দিনাজপুর মেডিকেল কলেজ, আশা-বগুড়া মেডিকেল কলেজ।

এছাড়াও, মণিষা-রংপুর মেডিকেল কলেজ, তিথি-পাবনা মেডিকেল কলেজ, অংকন-সিরাজগঞ্জ মেডিকেল কলেজ, খাদিজা-রংপুর মেডিকেল কলেজ, শুভ রায়-নওগাঁ মেডিকেল কলেজ, রুমাইয়া-সিলেট মেডিকেল কলেজ, জুথি-বগুড়া মেডিকেল কলেজ, জেরিন-বগুড়া মেডিকেল কলেজ, আল আমিন-গোপালগঞ্জ মেডিকেল কলেজ, সাদিকুল-রংপুর মেডিকেল কলেজ, রিয়াদ-সলিমুল্লা মেডিকেল কলেজ, পরশিয়া-রংপুর মেডিকেল কলেজ, রাইসা-রাজশাহী মেডিকেল কলেজ, মারিয়া-দিনাজপুর মেডিকেল কলেজ, তানজিলা-পাবনা মেডিকেল কলেজ, মুনতাহা-দিনাজপুর মেডিকেল কলেজ, রেজওয়ানা-রংপুর মেডিকেল কলেজ, মামুনি- পাবনা মেডিকেল কলেজ, ফজলে রাব্বি-রাজশাহী মেডিকেল কলেজ, শেখ মাঈন-ময়মনসিংহ মেডিকেল কলেজ,  জোবাদুর-রংপুর মেডিকেল, রুশো-রাজশাহী মেডিকেল কলেজ।

নাফিস ফুয়াদ-নীলফামারি মেডিকেল কলেজ, নখবাত তাবাসসুম রাইয়ান-বগুড়া মেডিকেল কলেজ, আরিফ মুহাইমিন-সাতীরা মেডিকেল কলেজ, প্রিয়াঙ্কা-সাতীরা মেডিকেল কলেজ, মারজানা-তাজউদ্দিন মেডিকেল কলেজ, সায়েমুজ্জামান-দিনাজপুর মেডিকেল কলেজ, জাফরুন্নেসা-কিশোরগঞ্জ মেডিকেল কলেজ, সোহানী মন্ডল রাধা-সোহরাওরার্দী মেডিকেল কলেজ, হৈমন্ত-কুস্টিয়া মেডিকেল কলেজ,  মুমতামিম মাহবুব রুহান-যশোর মেডিকেল কলেজ, মুয়াজ আলম-রংপুর মেডিকেল কলেজ, রহমুতুল্লা আল-আমিন-পাবনা মেডিকেল কলেজ, সৌরভ রহমান-নীলফামারী মেডিকেল কলেজ, তাকওয়া বিনতে রহমান-বগুড়া মেডিকেল কলেজ, পুজা শাহা-বরিশাল মেডিকেল কলেজ, রাসেল আহমেদ জীবন-রংপুর মেডিকেল কলেজ।

সূত্র মতে, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৮ সালে ৩৮ জন, ২০১৯ সালে ৩৬ জন, ২০২১ সালে ৪০ জন,  ২০২২ সালে ৩৯ জন, ২০২৩ সালে ৪২জন, ২০২৪ সালে ৫৯ জন ও সর্বশেষ ২০২৫ সালে ৫৩জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেল।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতা এবং তাদের কঠোর পরিশ্রমের ফসল এটি। শুধু মেডিক্যালে নয় রুয়েট, চুয়েট ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরকীয়াও আমাদের শিক্ষার্থীরা আশানুরুপ সাফল্য অর্জন করে আসছেন।

এআর

Link copied!