গুরুতর অসুস্থ খামেনি, উত্তরসূরি হবেন কে?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৬:০৭ পিএম
গুরুতর অসুস্থ খামেনি, উত্তরসূরি হবেন কে?

ঢাকা: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (৮৫) গুরুতর অসুস্থ। তার দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে।

রোববার এ তথ্য জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের শনিবারের প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়, খামেনির অসুস্থতায় তার উত্তরসূরি নিয়ে ‘নীরব প্রতিযোগিতা’ শুরু হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, খামেনি মারা গেলে পরবর্তী নেতা কে হবেন, সে বিষয়ে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীরও মত নেওয়া হবে।

গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রাণ হারানোর পর খামেনির উত্তরসূরি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়। প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির প্রয়াণের পর ১৯৮৯ সাল থেকে এই পদে আছেন আয়াতুল্লাহ খামেনি।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শনিবার দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনার পরই খামেনির অসুস্থতার খবর এলো।

শনিবার সকালে বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইসরাইলের সঙ্গে অস্থিরতা বাড়াতে চান না।

প্রতিবেদন মতে, ইরানে হামলা চালানোর পাশাপাশি ইসরাইল ইরাক ও সিরিয়ার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপরও হামলা চালিয়েছে।

এআর

Link copied!