ঢাকা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শ্রীনগর মহাসড়কে গাড়িচাপায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেঞ্জারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া, পাঞ্জাবে দুষ্কৃতকারীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) রাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্য ডনের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বৃত্তরা শ্রীনগর হাইওয়েতে একটি গাড়ি রেঞ্জারস সদস্যদের ওপর উঠিয়ে দিলে চার সদস্য নিহত হন এবং আরও পাঁচ রেঞ্জারস ও দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তবে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত চার রেঞ্জারস এবং দুই পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে। এ ছাড়া শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে জিও নিউজ বিষয়টি নিশ্চিত হতে পারেনি।
সূত্র জানিয়েছে, আহতদের বেশির ভাগের অবস্থাই আশঙ্কাজনক। সূত্র আরও জানায়, এ ঘটনায় এক সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন। নিহতদের পিআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে তিনজন রেঞ্জারস সদস্য, একজন এফসি সদস্য এবং একজন বেসামরিক নাগরিক রয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, পাঁচজনই এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। হাসপাতালে উপস্থিত পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এর আগে, সোমবার পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত এবং ১১৯ কর্মকর্তা আহত হন। দিনভর পিটিআইয়ের গাড়িবহর চলমান থাকার মধ্যেই পাঞ্জাব সরকার ও পুলিশ জানায়, হাকলা ইন্টারচেঞ্জ বা মোড়ে বিশৃঙ্খলাকারীদের হাতে ওই কনস্টেবল নিহত হন।
এসএস
আপনার মতামত লিখুন :