ঢাকা : ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে হাজির হওয়ার পর এবার ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ নিয়ে সংসদে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী। গত সোমবার (১৬ ডিসেম্বর) সংসদে ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়েন প্রিয়াঙ্কা। এবার তার ব্যাগে জায়গা পেল বাংলাদেশে সংখ্যালঘুদের প্রসঙ্গ।
ভারতীয় গণমাধ্যম এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে, বাংলাদেশ ইস্যুতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রিয়াঙ্কা।
এর আগে ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে সংসদে যাওয়ায় সংখ্যালঘু নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলে বিজেপি। এরপর মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তার ব্যাগে জায়গা পায় বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা।
এদিন পাটের একটি ব্যাগের ওপর লেখা ছিল, ‘বাংলাদেশ’। তার নিচে লেখা, ‘হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান।’
প্রিয়াঙ্কা একা নন, কংগ্রেসের অন্য সাংসদেরাও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান। অর্থাৎ তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন প্রতিরোধে কথা বলতে চাইছেন বলে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে।
এমটিআই
আপনার মতামত লিখুন :