বিধ্বস্ত প্লেনের ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১২:১৪ পিএম
বিধ্বস্ত প্লেনের ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহত

ঢাকা : দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর ও দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ।

মুয়ানের অগ্নিনির্বাপক সংস্থা এক বিবৃতিতে জানায়, প্লেন দুর্ঘটনায় দুই জন ব্যতীত সবাই নিহত হয়েছেন। জীবিত উদ্ধার হওয়া দুই নারী একজন যাত্রী ও এক ক্রু সদস্যকে উদ্ধার করে মোকপোর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।

দ্য মিরর বলছে, ধ্বংসস্তূপ থেকে দুই জনকে জীবিত টেনে বের করা সম্ভব হয়েছে। তবে দমকল কর্মীরা আরও লোককে বাঁচাতে মরিয়া হয়ে লড়াই করছিল। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি কার্যত বিস্ফোরিত হয়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আগুন ধরে যায়।

জানা গেছে, জিজু এয়ার প্লেনের ওই ফ্লাইটে ১৭৫ যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। প্লেনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিল। এটি রানওয়েতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, পাখির আঘাতের কারণে বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয়েছিল বলে মনে করা হচ্ছে এবং ফুটেজে দেখা যাচ্ছে, অবতরণের সময় মাটিতে চাকা না থাকায় বিমানটি রানওয়েতে পিছলে যাচ্ছিল।

উল্লেখ্য, কোরিয়ার মাটিতে এর আগেও প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এরমধ্যে ১৯৯৩ সালে এশিয়া এয়ারলাইন্সের দুর্ঘটনায় ৬৮ জন ও ২০০২ সালে দেশটির গিমহে বিমানবন্দরের কাছে একটি এয়ার চায়না প্লেন দুর্ঘটনায় ১৬৬ জন যাত্রীর মধ্যে ১২৯ জন নিহত হন।

এমটিআই

Link copied!