ঢাকা : মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা শুধু সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত। তবে এই দুই নগরীতে বিদেশিদের সম্পত্তি ভাড়া নেওয়ার অনুমোদন আছে। তবে সৌদি আরবের মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিয়ে নতুন আইন প্রণয়ন করছে দেশটির সরকার।
সোমবার (২৭ মার্চ) এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও মিডল ইস্ট নিউজ।
সৌদি আরবের পুঁজিবাজারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করারও এই পরিবর্তনের লক্ষ্য। এর মাধ্যমে দেশটির আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
নতুন নির্দেশনা অনুযায়ী, এই দুই নগরীতে বিদেশি বিনিয়োগ শুধু তালিকাভুক্ত কোম্পানির শেয়ার অথবা বন্ডে সীমাবদ্ধ থাকবে। কোম্পানির শেয়ারের ক্ষেত্রে বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর মালিকানা সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত রাখা যাবে। তবে কৌশলগত বিদেশি বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ারের মালিক হতে পারবে না।
সৌদি আরবের অধিকাংশ প্রতিবেশী দেশগুলো বিদেশিদের প্রাথমিকভাবে ফ্রি জোনগুলোতে অথবা নির্দিষ্ট বিধিনিষেধের আওতায় মনোনীত এলাকাগুলোতে সম্পত্তির মালিক হওয়ার অনুমোদন দিচ্ছে। উপসাগরীয় আরব দেশগুলোতে যখন এমনসব সংস্কার চলছে তার মধ্যেই এ পদক্ষেপ নিল সৌদি আরব।
সৌদি আরব খনিজ তেলের আয়ের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের অর্থনীতিকে বৈচিত্র্যময় করে তোলার লক্ষ্য নিয়েছে। এই উদ্দেশে ‘ভিশন ২০৩০’ কর্মসূচী নিয়ে এর রূপরেখা তৈরি করেছে রিয়াদ। এই কর্মসূচীর অন্যতম লক্ষ্য হিসেবে নিজেদের আবাসন খাত জোরদারের পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে তারা।
এমটিআই
আপনার মতামত লিখুন :