ঢাকা : বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে মঙ্গলবার (১০ আগস্ট) ঘাটালে পৌঁছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় তিনি পানিতে নেমে সেখানকার বাসিন্দাদের ত্রাণ বিতরণ করেন।
ঘাটালের মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য ফের কেন্দ্রের ওপর রাজ্য সরকার চাপ বাড়াবেন বলে জানান তিনি।
ঘাটাল মাস্টর প্ল্যান কার্যকর করার দাবি নিয়ে কেন্দ্রীয় সেচমন্ত্রীর সঙ্গে দেখা করবে রাজ্যের প্রতিনিধি দল। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না হওয়ার জন্য এদিনও কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী।
প্রায় ১১ দিন ধরে পানিবন্দি হয়ে রয়েছে ঘাটাল। এদিন ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে ঘাটালে পৌঁছান মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে যাওয়ার সময় আকাশপথেই বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।
দুর্গত এলাকার বাসিন্দাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন মমতা। পানি জমে থাকা রাস্তায় নেমে পরিস্থিতি সরেজমিন খতিয়েও দেখেন।
ঘাটালে গিয়েও পরিকল্পিত বন্যার অভিযোগে সরব হয়েছেন মমতা। রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, পানিসম্পদমন্ত্রী মানস ভূঁইয়া, ঘাটালের সংসদ সদস্য দে, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াদের দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সেচমন্ত্রীর সঙ্গে দেখা করে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করারও দাবি জানান মমতা। এনডিটিভি।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :