করোনাভাইরাস

উহানে বাজারে খাবার বিক্রেতা নারীই প্রথম সংক্রমিত : গবেষণা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ১২:০৩ পিএম
উহানে বাজারে খাবার বিক্রেতা নারীই প্রথম সংক্রমিত : গবেষণা

ঢাকা : চীনের উহানের একটি পশুর বাজারে সামুদ্রিক খাবার বিক্রেতা এক নারীই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে করোনার উপসর্গই ছিল।

এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ভাইরাস গবেষক মাইকেল ওরোবি গত বৃহস্পতিবার সায়েন্স সাময়িকীতে লেখা এক নিবন্ধে এ দাবি করেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনা শনাক্তের যে সময়ের কথা বলেছিল, তারও কয়েকদিন পর উহানে করোনা শনাক্ত হয়।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উঠে এসেছিল, এক হিসাবরক্ষকের কথা। এতদিন তাকেই প্রথম করোনা সংক্রমিত মানুষ হিসেবে মনে করা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, তা ছিল ভুল।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের এই উহান শহর থেকেই প্রথম করোনা সংক্রমণ ছড়ানো শুরু হয়েছিল। তারপর তা পরো বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রায় দুই বছর আগে করোনা মহামারি শুরু হওয়ার পর ভাইরাসের উৎস শনাক্ত করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। কোনও সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় ভাইরাসের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ রয়েছে। কখনও বলা হয়েছে, বাদুড় থেকে এ ভাইরাস মানুষের শরীরে প্রথম সংক্রমিত হয়েছে। আবার উহানের ল্যাব থেকে এ ভাইরাস ছড়িয়েছে বলেও প্রচারণা আছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছিল, উহানে প্রথম যে ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়, তিনি ২০১৯ সালের ৮ ডিসেম্বর থেকে অসুস্থ ছিলেন। তবে ওরোবির দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যার কথা বলেছে, ওই ব্যক্তি ১৬ ডিসেম্বরের আগে অসুস্থ হননি। প্রমাণ হিসেবে একটি ভিডিও সাক্ষাৎকারের উল্লেখ করেছেন ওরোবি। একটি বৈজ্ঞানিক নিবন্ধ ও হাসপাতালের তথ্যের ভিত্তিতে সেখানে আক্রান্ত এক ব্যক্তির যে বর্ণনা দেওয়া হয়েছিল, তার সঙ্গে ৪১ বছর বয়সী একজনের তথ্য মিলে গেছে।

বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপনের ভিত্তিতে ওরোবি দাবি করেছেন, প্রথম আক্রান্ত ব্যক্তি একজন নারী, তিনি ওই বাজারে কাজ করতেন। ওই নারী অসুস্থ হন ২০১৯ সালের ১১ ডিসেম্বর।

চলতি বছর জানুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাছাই করা গবেষকরা চীন সফর করেন। সেখানেই তারা ওই হিসাবরক্ষকের সাক্ষাৎকার নেন। তখন জানা যায়, ওই হিসাবরক্ষকের শরীরে ২০১৯ সালের ৮ ডিসেম্বর প্রথম করোনার উপসর্গ দেখা দেয়। এ বছরের মার্চে প্রকাশিত রিপোর্টে তাকেই বিশ্বের প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়।

কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঠানো দলের অন্যতম সদস্য পিটার ডাসজ্যাক বলেন, তিনি ওরোবির বিশ্লেষণ অধ্যয়ন করেছেন এবং তাতে সন্তুষ্ট। তার মতে, ৮ ডিসেম্বরের হিসেবে সত্যিই কোনও গোলমাল ছিল।

তিনি বলেন, ৮ ডিসেম্বর দিনটিকে হিসেবের মধ্যে রাখায় ভুল হয়েছিল। কারণ ওই ব্যক্তিকে নাকি আসল প্রশ্নটাই করা হয়নি— তার প্রথম উপসর্গ কবে দেখা গিয়েছিল। বরং একইরকম উপসর্গ নিয়ে যারা নিকটবর্তী হাসপাতালে যাচ্ছিলেন, সেখানেই তথ্য মিলিয়ে ওই হিসেবরক্ষকের উপসর্গ প্রকাশ পাওয়ার দিন হিসেবে ৮ ডিসেম্বরকে ধরা হয়।

এই কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টকে ঠিক বলে মানতে পারছেন না ওই দলেরই সদস্য পিটার। বরং ওরোবির বিশ্লেষণকে তার অনেক বেশি যুক্তিগ্রাহ্য মনে হয়েছে ।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!