ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট জেড ক্যাটাগরিতে যাওয়ায় কোম্পানিটির শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (০৪ ডিসেম্বর) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি জেড ক্যাটাগরিতে নেমেছে কনফিডেন্স সিমেন্ট। এ কারনে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক/সিইও, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিবকে বিএসইসিতে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ৮ ডিসেম্বর সকাল ১১ টায় রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে অনুষ্ঠিত তলব করা হয়েছে।
জেড ক্যাটাগরিতে অবনমিত কোম্পানিগুলোর সাথে নিয়মিত বসছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ জনিত নন-কমপ্লায়েন্স এর কারণে অবনমিত কোম্পানিগুলোর সাথে সভার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়টির সমাধানে কাজ করছে বিএসইসি।
এএইচ/আইএ
আপনার মতামত লিখুন :