ঢাকা : সত্তর বছর ধরে যুক্তরাজ্য শাসন করে আসা ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে তিনি মারা যান বলে বাকিংহ্যাম প্যালেস জানিয়েছে।
৭০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটেনের রানি ছিলেন এলিজাবেথ।
এখন শূণ্য সিংহাসনে কে বসবেন?
জানা গেছে সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন রানির বড় ছেলে প্রিন্স চার্লস। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন তিনি৷ এখন তার হাতেই যাবে ব্রিটেনের শাসন।
প্রিন্স চার্লসের বর্তমান বয়স ৭৩। যখন তার মা রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহণ করেন তখন তার বয়স ছিল ৩। তখন থেকেই সিংহাসনের উত্তারাধিকারী ছিলেন তিনি।
প্রিন্স চার্লসের রাজকীয় পদবি হলো প্রিন্স অব ওয়েলস৷ ১৯৮১ সালে তিনি প্রিন্সেস ডায়নাকে বিয়ে করেন৷ তার দুই ছেলে প্রিন্স উইলিয়ামস এবং প্রিন্স হ্যারি।
এদিকে প্রিন্স চার্লসের পর ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী হলেন প্রিন্স উইলিয়াম। সূত্র: ওয়াশিংটন পোস্ট
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :